সব গ্রামেই গ্রাম আছে একটা-যেখানে কথাগুলো ধর্মের,
মন্দিরে সেখানে গল্প মসজিদের-
আজানে ছড়ানো রক্তের ডাক।
ছিন্নভিন্ন মানুষের ভালবাসা...
স্বাধীনতা-সে তো একটা রাজনীতির আকাশ।


মানুষগুলোও পাশা খেলার গল্পকথা,
চোখ দেখার চোখ লুকোনো অন্ধকারে,
কথাগুলো বলা শুধু শেখানো ভাষায়,
জীবন সাজানো কটা বেঁচে থাকার গল্পে।


এই কি আমা্দের মুক্তির যুদ্ধ,
এই কি আমার স্বাধীনতার আকাশ।
আমরা তো খুঁজেছি ভালবাসার গল্প,
আমরা তো চেয়েছি মুক্তির স্বাদ।