বিদায় দিয়েছ স্বর্গ থেকে-ভুলে যাইনি আজও,
একটা ফলের ছোঁয়া!ক্ষমা করনি,
তা ছাড়া-বল,আর কি ছিল?


জানি না কেন যে এ,নির্বাসন আবার,
দাও না বলে-অপরাধটা আমার কিসে?
ছিলাম আমি ছড়ানো ছিটানো,চেনায়-অচেনায়,
এবার তো দিলে দ্বীপান্তর-কে জানে কোন ভুলে।


কেউ তো ভাঙ্গেনি,তোমার সিংহাসন,
তোমার খেলার ঘর,
একটু হাসিতে দিলেই ক্ষান্ত-না হয়।


বদলে দিলে চেনা জগতটা,হাসির খেলা মেলা,
আর কত ভোগাবে-তুমি,জjনা নেই আজও,
দাও না বলে-আছে কি শেষ এ যন্ত্রনার।


আমরা সবাই সকাল সন্ধ্যা-সুরে প্রার্থনায়,
দেখা নেই তবু-
তুমি যে বসে হেসে যাও,আকাশের অজানায়।


আমরা তো তোমার খেলার পুতুল,
তুলে ফেলা ছুঁড়ে ফেলা-তা ছাড়া কি আছে আর।
যদি সময় থাকে তোমার,
ভুলেই না হয়,এ অত্যাচার-এ কান্না শেষ করে দিও।