তুমিই বল,ও সময় কি আর কথা থাকে কথায়?
তখন তো আদর খোঁজে শরীর সুর,
হাতটা কখনও ঠোটে,কখনও গালে,
নাম না জানা নেশায় বুঁদ চোখ,
অবাক হয়ে দেখে অজন্তার বুক।


জিভ খোঁজে জিভের স্বাদ,
তখন কথা কোথায়,কথায়?
তেপান্তরের মাঠে ছুটে যাওয়া মানুষটা,
খোঁজে নিয়ম ছাড়া অজানার জানা দেশ।


চুমুর নরম বুক,
বেসামাল অচেনা ফুলের বোঁটা,,
মুখটা ছোটে গালে,নাভিতে,বেসামাল জঙ্ঘায়,
কখনও নাবিক,কখনও শিল্পী,কে এই আমি?


অন্ধকার গুহার হাসি খেলায়,
একটু হাসি,একটু ছোঁয়া,
ইন্দ্রাণী হয় উর্বশী,
রুপনগরের রাজকন্যা ছোটে রাজকুমারের ঘোড়ায়।


পদ্মফুলের স্তনের ছোঁয়ায়,
স্বপ্ন হয় শরীর গান,
আমিও ভগবান,সৃষ্টির আনন্দে।