আর দুটো রোববার-অপেক্ষার শেষ হবে আমার,
কি পরবে-নীল রং এর শাড়িটা?
চুলটা বিনুনীতে-না কি সাজাবে খোঁপাতে?


শালোয়ার চুড়িদার-আবার মানায় না তোমায়,
আবহাওয়ার খবরটা নেই জানা এখনো,
বৃষ্টি মনে হয়-হবে না সে দিন।


পূর্ণভবার নৌকায়,
রতনপুর-রসুলপুর ছাড়ানো,
মাঝির সুরের সুরে-ছড়ানো তুমি।


হারাবে কথা,
ঠোঁট ছড়ানো-ভেজা ঠোঁট,
কখা হারানো আমি-
আকাশ আমার কামনায়।


নিটোল বুক দুটো-
চোখে মুখে,
অনুভুতি হারানো-ভাষ্কর আমি,
কথা সুর ছাড়া-সৃষ্টির প্রথম পুরুষ।


চোখ দুটোয়-অভিসারের আলো,
এলোমেলো সিঁদুরে কপাল,
পুরোনোর দুটো মুখ-
সাজানো জন্মদিনের সাজ।


সরানো সমাজ,সংসার-নৈতিকতার ভগবান,
পৃথিবী হারানো দুটো শরীর,
শুধু-আনন্দের সুরের আনন্দে।


শেষ সূর্যের প্রচন্ডতা শরীরে-মনে,
আনন্দের আলোয়-সাজানো তুমি,
মাংসের স্বাদের উরু-ভরা কামনার উদ্দামতা,
আমিও-সে এক নতুন আমি।