যাও পাখী বল গিয়ে তারে,
ভোলে না সে যেন আমারে,
বলো তারে তুমি চাই না আমার এ স্বাধীনতা,
আমি যে পরাধীন ভালবাসায় তার।


বল পাখী তারে,হারালো দুপুর আমার,
বেলা গেল সাঝে,
কাটে না সময় আর,
আমি যে একা,বড়ই একা জীব্নের এ খেলায়।


পাখী,নদীর ধারে এ অজানায়,
হারানো আমি সংসারের খেলায়।
বলো তারে তুমি,সে যে বন্ধু আমার,প্রিয় আমার,
আকাশ আমার ভালবাসায়।


বলো তারে তুমি,সে যে আমার সকাল সন্ধ্যা,
দখীনা বাতাস আমার, আমার শিশিরের পদ্ম ছোয়াচ।
স্ব্প্ন জীবন আমার শুধু তার সংগ সাথে,
পুরোনো আমার নতুন আমার-সবই আমার তার চুমুর আশায়।