আবার কবিতা লিখবো;
যদিও টাকায় মগ্ন শহরে
কবিতা পড়ার সময় নাই ,
শিক্ষাঙ্গনগুলোতে চাকরি পাওয়ার বিদ্যা পড়ে
মুখস্থ কবিতা মাড়িয়ে আর কবিতা পড়ার মনন নাই ।
তবুও আমি কবিতা লিখবো ।


তারুণ্যের যৌবনশক্তি কিভাবে কর্পোরেটের অভিজ্ঞতা জমাতে গেলো, দুলাখ টাকা ঘুষ দিয়ে সরকারি কেরাণী হয়ে কিভাবে কোটিপতি বনে গেলো আমি লিখবো সেই কথা ।


কুরআন শেখানো মসজিদের ইমাম তার মেয়েকে ইংলিশ মিডিয়ামে পাঠালো, ফাদার থেকে রেপিস্ট হওয়ার রহস্য নিয়ে লিখবো কবিতা।


ধূলোয় জীর্ণ লাইব্রেরি
রুগ্ন হয়ে প্রেমভিক্ষা চাইছে ,
অথচ ম্লানহেসে জানাইনি কেউ
কোন লাইব্রেরীকে অভিবাদন।


তোমাদের স্মার্টফোনের যুগে
মুখিয়ে থাকা চাতকের মতো
নোটিফিকেশনের মনোযোগ
আমি বদলাতে চাই কবিতার দ্বারা ।