ডালে বসা মাছরাঙা খালের কুলে
সতর্ক চোখে তাকিয়ে রয়;
ধবল ধেনু নাইছে রাখালে
শিকার করতে আরেক শিকারীর ভয়!


দুর্বা ঘাষের খালের তীরে
সর্ষেক্ষেতে ফিঙের আলাপন,
ছিপছিপে কাদা-জলে পা ফেলে ধীরে
জেলে,জলের পাশাপাশি জীবন!


পুঁথির আসর বটের তলে
লাইলি-মজনু,গুলে
হারিকেন মিটমিটে জ্বলে
মোহনীয় ভাব তুলে!


স্রোতের পানি বাতাস ছুঁয়ে
লাগে এসে গায়,
নতুন চাঁদ পড়ছে নুয়ে
খোকা-খুকির পায়!


পৌষ-পার্বণের খুব সকালে
ভোরের শিশির মেখে,
বাচ্চারা ছুটে দলে দলে
ভাপা পিঠা মুখে।


ভাতের মাস অগ্রহায়ণ
আষাঢ় ভরা বাদল,
বন্যায় ব্যতিক্রান্ত প্রাণ
করুণ তার ধকল!


সূর্যের তালে চষে লাঙ্গল
জলের গভীরতা মাপে পাঁতিহাস,
চা দোকানের সালিশকেন্দ্রে বিজ্ঞ সকল
মাতুব্বরের পকেটেই মামলা খালাস!


মুয়াজ্জিন হাকে আল্লাহ আকবার
করো সালাতের জন্য প্রবেশ,
এই পৃথিবী নয় যে থাকার
মরণ হবে দিনশেষ!


প্রতিযোগীতা চলে জোরে পড়ার
প্রাথমিকের বাচ্চাদের,
খড়ের গাঁদায় গল্প শোনার
চাঁদের-বুড়ি,ভূত,খোক্কসের!


মইয়ে চড়ার আনন্দ বেজায়
গুলতি,মার্বেল,লাঠিমেও;
মায়ের বকুনি ফি সন্ধ্যায়
খায়নি এমন আছে কেউ?