আমার কোনো দুঃখ নেই
ঘটেছে যা ছিল ঘটার,
শুকরিয়া তবু প্রভুকেই
পদবীটা পেয়ে গেছি বেকার।


বিষাদ নেই আর মনে
তবুও যেন নিশাচর,
ভালো থাকা সেই কি জানে?
ছেড়ে বাঁচা কষ্টকর !


দুঃখ নেই জানি তোমারো
কোথায় বেকার আর বিসিএস ক্যাডার,
নতুন স্বপ্নে বিভোর আবারো
অতীত তোমার কাছে এখন লজ্জার ।


সবাই খুশি; তাইনা? আমিও
ব্যস্ততার জবাব থেকে তো বেঁচে গেলে,
সত্যি বলছি দুঃখ নেই প্রিয়
সুখী হতেই তো চেয়েছিলে।


আচ্ছা, আমাকে বলা ভালোবাসি যখন
বলছো তাকে পড়েছে কি মনে আমায়?
এটা শুনলেও রাগবোনা এখন
সেতো তোমার বিসিএস ক্যাডার জামাই ।


অভিযোগ নেই, দুঃখ দিতে পারো
মিটমিটিয়ে তাই হাসি
শর্ত নেই,অর্থ নেই, পূর্ণতা নেই আরো
তবুও তোমায় ভালোবাসি ।


তুমি নেই চুমু আঁকে নিকোটিন
ধোঁয়া ছড়ায় সরল নিঃশ্বাসে,
বুঝবে কি ভুলে থাকা কত কঠিন?
ভালোবাসা বাড়ে যদি বিশ্বাসে ।