প্রেম করতে পারিনি,
আমিও প্রেমে পড়েছিলাম।
স্বপ্ন দেখেছিলাম,ভালোবেসেছিলাম,তবে প্রেম হয়নি।


প্রেম করতে বাড়িয়ে বলতে হয়,কল্পলোকে ভাসতে হয়। আমি তো সত্যিটাই বলতাম। বানিয়ে বানিয়ে তার মত একেক সময় একেক কথা বলতে পারিনি।
পারিনি ব্যস্ততার মিথ্যা অজুহাত দিতে ।
তাই আমার প্রেম হয়নি।
প্রেম করতে পারিনি ।


পার্ক,রেস্তেরায় ঘোরার সাধ্য ছিলনা।
২য় বর্ষের স্নাতকের ছাত্র তখন। রিচার্জও দিতে পারিনি কখনো তাকে।
মন চাইত কিন্তু পিছুটান সব সেমিষ্টার ফি তেই।
তাই আর প্রেম হয়নি। প্রেম করতে পারিনি।


প্রেম করতে দ্বিচক্রযান লাগে ।
পেট্রোল পুড়িয়ে তাকে পিছনে বসিয়ে বাতাস ঠেলে যাওয়ার কোন বাহন আমার ছিলনা ।
ছিলনা কোন স্মার্টফোন।
সিগারেট ফুকি না বলে আমার আধুনিকতার ছোয়া ছিল না নাকি।
তাই আর প্রেম হয়নি।
প্রেম করতে পারিনি।
আমিও প্রেমে পড়েছিলাম ।


চুল বড় ছিলনা,ঝুটি বাধতাম না,স্পাইক করতাম না।
হাতে ঘড়ি ছাড়া কোন রিংও ছিলনা আমার।
গিটার উচু করে ক্যাম্পাসে কখনোই হাটতে পারিনি।
পিতামাতার স্বপ্ন আর ভবিষ্যতকেই উচু করে কলেজ যেতাম।
গিটারের চেয়ে সেটা ভারী ছিল।
ভালো করে পড়তে হবে। সময় নষ্ট করা যাবেনা। মাথায় এগুলোই থাকতো।
আমি নিজের মতোই চলতাম।
তাই আর প্রেম হয়নি ।
প্রেম করতে পারিনি ।
আমিও প্রেমে পড়েছিলাম ।