ভিত্তিহীন জেদের উপর
যৌক্তিক অভিমান,
বলি বুঝিয়ে বরাবর
তুমি চাও অবসান ।


নত হই কৃপা চাই
ঠেলে দাও তত দূর,
কাছে ঘেষা অন্যায়
ধমকে তোমার সুর ।


ভেবেছো কী? বলছো কীসব?
করছি কী রাগ?
উড়িয়ে দিয়েছি সব গুজব
ঠিক হবে, থাক ।


মিথ্যা শুনেও থাকছি আশায়
ডাকছি তবু পাশে,
বাধছি বুকে ভালোবাসায়
মানছি সবি হেসে ।


কি ভাবো? আমি পারিনা?
ভুলতে বদলাতে?
ভালোবাসি তাই করিনা
থাকছি কষ্ট পেতে ।


বা পাজরের ক্ষত শুকালো
আসতে বলবো যেই,
হঠাৎ সেদিন চোখে পড়লো
আগের তুমিটা নেই ।


বলবোনা আর ভালোবাসিস
করবো না আর জোর,
ইচ্ছে হলে ফিরে আসিস
বুকের বা পাশটা তোর ।