চোর পালালে পুলিশ আসে
মেঘ পালালে রোদ,
যৌবনে যে পাপে ভাসে
বৃদ্ধে টানে বোধ ।


অর্থ-সম্পদ-গাড়ি-বাড়ি
মৃত্যুকালে মিছে!
সৎ জীবন ঈমানদারী
তার মত কী আছে?


মৃত্যুর কোন ঔষধ নেই
লোভের নেইকো শেষ!
কর্মের ফল হবে ভুগতেই
চোর হও কিবা দরবেশ!


কিসের অহংকার
বিভোর কি আয়োজনে?
হবে সাথী কে তোমার?
মৃত্যুর আলিঙ্গনে!


গন্তব্যে যে জন পৌঁছে যায়
ইচ্ছে থাকে প্রাণোচ্ছল!
হয় কি উড়ন কেবল ডানায়
আত্মা যদি না দেয় বল?