কোথায় গেলো অবুঝ দিনের
পুতুল বিয়ের সেই ক্ষণ,
শেষ বিকেলে গোল্লা ছুটের
মায়ের কড়া শাসন ।


সকাল হইছে মক্তবে যাও
কুরআন রেহাল নিয়ে,
তাজবীদ শিখ সওয়াব কামাও
জায়গা ধরো গিয়ে ।


পাঠশালাটা বন্দিশিবির
অঙ্কের স্যার আজরাইল,
গুণের নামতা পারেনি কবির
দুইটা বেতেই কাহিল !


টিফিন হলেই যাব পালিয়ে
বৃষ্টিতে খেলব ফুটবল,
কান ধরে আজ রেখেছে দাঁড়িয়ে
মিলাতে পারিনি ভাগফল ।


পুকুরে চল নাইতে যাব
বলতো এসে সই,
কালবোশেখের আম কুড়োব
বাতাস পানে রই ।


পুকুর জুড়ে কাটছি সাঁতার
কে যায় ওপার আগে,
পানি খেয়ে চোখে আঁধার
কেউবা ভয়ে ভাগে ।


ঘরে এলেই বকুনি মার
কোথায় থাকিস বল?
দুপুর গেলো খাসনি খাবার
পড়ায় করিস ছল ।


কুপির আলোয় গল্প দাদুর
জীন পরী আর ভূত,
যাসনে ওখানে ভর দুপুর
ছেলে ধরাও অদ্ভুত ।


ভীষণ আড়ি অল্প কথায়
বাড়ির সামনে যাস্?
একা পেয়ে মারলি আমায়
ফুটবল খেলতে চাস্ ।


ইস! ফিরে যদি পেতাম
দিনগুলো সেই সোনায় মাখা ক্ষণ
ফিরবে নাতো, ছোট হতাম
হইতো আবার যদি এখন ।