দফায় দফায় মূল্য বাড়ে
মুদ্রাস্ফীতির আর্তনাদ!
চাকু মেরে খাজনা কাড়ে
গরীব মারার ফাঁদ।


মানচিত্রে বন্যা আনে
ধর্ম কাড়ে পেশায়,
মিডিয়া চালায় মহাজনে
পেট চালায় কেঠায়?


নিলামী পথে রাষ্ট্রের আয়ু
দেশপ্রেমের শুধু ঘাটতি নাই!
মুক্ত নাকি আকাশ,বায়ু
কইতে গেলেই জেলখানায়!


ঠিকঠাক আছে দেহটাই
রুহে কেড়েছে জবান!
চেয়ারে বসতে বলো আমায়
মসনদ যে শক্তিমান!


ক্ষুধা পেলে চিৎকার করোনা
পাথরে পেট বাধো স্বপ্নচারী!
চোখ দুটি জাগিয়ে রাখো
দেখুক,
এ সোনার বাংলা তো তোমারি!