শঙ্কিত জীবন
তবুও বিদ্রোহের কবিতায়
নিজ শিরোচ্ছেদের মঞ্চ করি আয়োজন!

মাতৃদুগ্ধ পান শেষ হতেই
কেনো হারিয়ে যাচ্ছে মানবিক জাগরণ
লোভে ভোগে মানুষ আদর্শবান পকেটের পয়সায়!


গুরুত্ব বাড়ানোর প্রতিযোগিতায়
টাকা দিয়ে চলে আত্বপ্রচার
দাম বলো কার বাড়ে?
টাকা নিয়ে প্রচারক কিংবা যার প্রচার
মানুষ কি ভাবে তারে?

স্রষ্ঠা ছাড়া স্থায়ী নয় কিছুই
রাজউকের প্লট কিংবা জুলুম করে ধরে রাখা ক্ষমতা
সময়ে ধ্বসে পড়বে ম্যাক্সিমিলিয়ন রোবসপিয়ারের রাজত্ব !


লুটপাট সংখ্যা একদিন ঠিকই‌ হবে উন্মোচন
যেগুলোর এখন হিসেব মিলছে না;
নতুন বাজারে ন্যাংটা চোখে
তোমাকে কুর্নিশ করা লোকটি বলে দিবে সত্য অবিকৃত।


জীবন যন্ত্রণা আর
শুধু কষ্টের কারণ তুমি নও,
আমাদের অসহিষ্ণুতা,অভিশাপ গুণের সুপ্তাবস্থার ভাঙার বহিঃপ্রকাশ তুমি!
মস্তিষ্কের কুঠুরিতে সহানুভূতি নেই তোমার জন্য
ক্ষমা চাই,
আর কতো? চক্কর কাটা বাদ দিয়ে
এবার প্লিজ ছাড়ো!