বুঝলি বিজয়
প্রেমে আমার একেবারেই বিশ্বাস নেই ।
ভরষা করতে পারি না কোনমতেই ।


এইযে প্রেমে পড়লে অসহায় হতে হয়।
তার কথায় চলতে  ফিরতে হয় ।
তার সবকথা নির্ধিদায় মেনে নিতে হয় ।
নিজের স্বাধীনতা চুকিয়ে তার গোলাম হতে হয় ।
আর এসব মানতে না পারলেই তো প্রেম থাকে না ।


এজন্য প্রেমে বিশ্বাস করতে পারিনা ।


হঠাৎ করে অন্যমনস্ক হলেই সন্দেহ ঝেকে বসা ।
ফোন রিসিভ করতে লেট হলেই "ওহ এই অবস্থা ।
ফেসবুকের পাসওয়ার্ড না দিলেই "দিবা না কেন সেটা তো জানি"
বুঝলি বিজয়  হুকুমের গোলামী ছাড়া জাগতিক প্রেম সফল হয় না ।


অসহায় গোলামের প্রতি যে মায়া উপচে পড়ে সেটাই তো সবাই প্রেম বলে ।  আমি বলি না ।
তাই আমার প্রেমে বিশ্বাস নেই ।


শুনছস, তবে মাঝেমধ্যে
থ্রি পিস পড়ে বিকালে ছাদে  আসা মেয়েটাকে ভালো লাগে ।
আড়চোখে তাকানো তার দু'চোখ ।
আজো ভুলতে পারিনি ।


তবে প্রেমে আমার একেবারেই বিশ্বাস নেই ।


অবহেলা পেয়ে অপেক্ষা করার ইচ্ছা নেই ।
কারো কথা মনে জমিয়ে চোখ ভেজানোর ইচ্ছে নেই ।
হাসিমুখে তার মিথ্যা বলা কথাগুলো শুনতেও আমার ইচ্ছে নেই ।


নিকোটিনে ধোঁয়া ছাড়বারও ফুরসৎ নেই ।


দেখিস না
প্রেমিক বেচারা রাস্তায় যেভাবে দাড়িয়ে থাকে ।
কোচিং শেষে মিনিট পাঁচেকের পথ একসাথে হাঁটবে বলে । আমার তাতেও ইচ্ছে নেই মাথায় ছাতা ধরে চলতে ।


মিসকল পেয়ে ফোন ব্যাক করবো । তারপর বলবে, "এই শোনো না আমার রিচার্জ লাগবে "
দৌড়ে গিয়ে দেখব ফেক্সিলোডের দোকান বন্ধ । সুমনের মতো বন্ধুদের কাছে রিকোয়েস্ট করে এই নাম্বারে ইমারজেন্সি ব্যালেন্স দিতে বলবো ।
আমার সেই ইচ্ছা ও নেই ।


তবে রিয়া কিন্তু দেখতে খারাপ না ।
পাশের বাসার কালো মেয়েটি কত্ত সুন্দর করে কথা বলে খেয়াল করছিস ।
আর সুরভীর কথা বলিস না দোস্ত ,মেয়েটা কিন্তু সেই ।


বুঝলি বিজয়
প্রেমে আমার একেবারেই বিশ্বাস নেই ।


হতাশা, সন্দেহ,ভুল ভাবনার
আক্ষেপের একেবারেই ইচ্ছে নেই ।
কারো উপহাসের পাত্র হওয়ার ইচ্ছে নেই ।
ইচ্ছে নেই "আমি তোমাকেই ভালবাসি" বলে বারবার কাউকে নিজের ভালোবাসা বিশ্বাস করানোর ।


হাতজোড় করে  আমাকে ছেড়ে যেওনা বলার ইচ্ছে নেই ।
আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না বলার ইচ্ছে নেই ।


বুঝলি বিজয়
এই দুনিয়া যাকে প্রেম বলে
সেই সকল কর্মকাণ্ডকে প্রেম বলার ইচ্ছে নেই ।
আমি তাকে প্রেম বলিনি ।


আমি যাকে প্রেম বলি
সেটা ব্যাখা করারও ইচ্ছে নেই ।