বেঁচে থাকাটাই বৃথা
বাড়ছে ক্রমশ ব্যথা,
ভারী হচ্ছে জীবনের পাপ
সফলতায় হতাশার অভিশাপ ।


প্রাপ্তি বলতে সব শূন্যতা
ঠকে হাসিমুখে ফেরি করি অপরাগতা,
জীবিকার কাঁটাতারে ইচ্ছেগুলোর সীমাবদ্ধতা
রোজ ভাবায়; ভাবি সাধ্যাতীত দীনতা ।


'স্বার্থপর' প্রিয়ের থেকে পাওয়া পদবী
শ্বাশুড়ি জামাইকে করে ছেলের দাবি,
মা "ভাবিনি বাবা তুই এমন হবি"
ধর্মের কাছেও পরাস্ত লা মাজহাবী ।


কেউ টানেনা; বন্ধু,সাইবার না পরিবেশ
আমি আফসোস আর হতাশায় আছি বেশ,
ঘুমকেও পাশে পাইনি সেও নিরুদ্দেশ
অভিমানে খোদার কাছে নালিশ করিনি পেশ ।


যাচ্ছে,চলছে আছি বেঁচে কোনরকম
প্রিয়তমার বিশ্বাসের মত ফুরছে আয়ুর দম,
ভালো আছি খুব বলে যাচ্ছি হরদম
জীবিত তো ? তবে কীসে আমি কম?