স্ট্যাটাসে গা ভাসিয়ে
টানছো প্রেমের ইতি,
দেখলে হঠাৎ যাও হারিয়ে
করেছি কি ক্ষতি ?

কি বলেছি রাগ করেছো
চুপচাপ অভিমানে,
ভুল মানুষকে কাছে টেনেছ
বন্ধু বলেছে শুনে ।

করছো ব্লক সিমটাতেও
কেমনে রাখবো খোঁজ?
ভালো নেই সেটা জেনেও
অভিনয় করো রোজ ।

হয়েছে কি বলো কারণ
দোষ দিও তারপরে,
সেটাও কি শুনতে বারণ
নাকি দিবে পরকরে ?

মিথ্যুক আমি বেঈমান
লিখছো প্রতারক পোষ্টে,
কিসের তবে সাতকাহন
হাসে দেখে দুষ্টে ।

হাজার কথা শুনতে পারি
রাগ হবেনা দোষ করে,
ভেবেছ কি যাবো ছাড়ি
নিন্দা কথায় বিগড়ে ।

কি ভেবেছ ছেড়ে যাবে
রটিয়ে মিথ্যা অপমান,
রাগিয়ে দিলেও কি হবে
ভালোবাসা যে অফুরান ।