আজকাল অহরহ
মিথ্যা বলছি নির্দ্বিধায়,
জানেনা কেহ
বুঝতে দেইনি কথায় ।


বলতেই বেতন কতো
ছোট হয় চাকরি,
শুনিনি খুশি কেউতো
হোক যদিও সরকারি ।


অনেক কাজ দিয়েও
শেষে বলে সরি,
হাসিমুখে বলি তাকেও
কাজ তো আমারি।


মাকেও মিথ্যা বলছি
জানতে আছি কেমন?
হাসিতে বুঝাই দিছি
ভালো বলতে যেমন ।


রাতে ডিউটির কথা
বলা হয়নি আছে,
বাড়বে বাবার ব্যথা
ঘুমাবেনা পাছে ।


না খেয়েও কতবেলা
বাড়ছে বলি ফ্যাট,
পাপ হচ্ছে কি এগুলা?
Irony of fate !


কষ্ট হয়ে যাচ্ছে হয়তো
বাবা বলেন শুনি,
উপার্জন সহজ নয়তো
জেনে গেছেন তিনি।


সইতে হয় শত কিছু
ধমক কত অপমান,
অযোগ্যের মাথাপিছু
সালাম বিনয় সম্মান ।


স্যারের ভুলে সাজা আমার
কলিগ হাসে চোখে,
দরকার খুব চাকরিটার
লুকিয়ে রাখি বুকে ।


পুষে রাখা স্বপ্ন রাতে
টান দেয় কলিজায়,
চিবুক আর বালিশেতে
চোখের বারি মিশায় ।