মনে পড়ে যেতে পারে
তোমার মনের অজান্তেই,
শান্ত ভোর, তপ্ত দুপুর
নিশিতে মনে ছিল যেই ।


দুচোখ নোনাজলে ভরতে পারে
আবেগী অদৃশ্য প্রেমের টানে,
বুকফাটা কান্না আসতে পারে
বিষাদহত মলিন বদনে ।


ভেবে খারাপ লাগতে পারে
মেঘশেষে বৃষ্টির পতনে,
সামনে পথচলা দম্পতির
ঠুনকো হাসাহাসির বচনে ।


ঘৃণাও হয়তো লাগতে পারে
আমি তোমাকে ভুলে গেছি ভেবে,
তুমিও তো ভুলেই ছিলে
কার কথা মনে রেখেছে কে কবে?


মনে পড়ে যেতে পারি
আচমকা কেউ তোমায় হাসালে,
পাগল দেখলেও ভাবতে পারো
একটা পাগল তো পেয়েছিলে!


অটোরিকশার পিছনে বসা
কোন প্রেমিক জুটিতে,
খুজিওনা সেটা তুমি আমি
অথবা তীরে হাঁটা নদীতে ।


ভুল করে ভুলে থাকিও
রেখোনা মনে আমায়,
আমি মরে গেছি জেনো
ভালোবাসার শোকসভায় ।