জীবন্ত জীবনে প্রাণের স্পন্দন
বুলেট ঠেকানো বুকেতে,
বেঁচে যে ছিলাম ভুলে গেছি
স্বৈরাচারের দেশেতে।


ডেমোক্রেসি শিকলে বন্দি
এলিটদের মুঠোয় শাসন,
জনগণ সব কোণঠাসা
আমি স্বাধীনতা ধরে নিয়েছি মরণ।


রাস্তার দুপ্রান্ত জুড়ে উগ্র পুলিশ
ধর্মঘট বুঝি তাদের ,
মৃত আমজনতার সংখ্যা বিশাল
বাতাসে বিলাপ মা-বোনদের !


থেমে গেছে রেল,ক্রয়ক্ষমতা,গণতন্ত্র
স্বৈরাচারের তবু রেড এলার্ট,
কিন্তু দ্বিধাহীন প্রেমিক আমি
খেয়ে বাঁচতে তাদের স্লোগানে করেছি বহুবার ফ্লার্ট ।


আত্মবিনাশের আগ মুহূর্তেও
ব্যক্তিস্বাধীনতাই বাঁচতে চাই,
বাঁচার পথে একশোটা ব্লক
আমি মরতে এসেছি,সরকারেও চাচ্ছে সেটাই !


জাগরণ মঞ্চের গ্রহণ লেগেছে
কে যায় মধু আহরণে,
ফণীর ঠোঁটে মধুর কথায়
হিল্লোল পেলে কোন ক্ষণে?


উদ্বেগ সব উদ্বায়ী হবে
লাল সবুজের সীমান্তে
আমাদের শুধু জাগতে হবে
রুখে দিয়ে দিনান্তে।


মরণ যখন সংখ্যা হবেনা
আসবেনা ব্রেকিং টিভিতে,
এই কালো কাল গতকাল হবে
ইতিহাসের দিনলিপিতে !