আমার দৌড়
ঢাকা টু জামালপুর।


প্লাটফর্মের সন্ধ্যা জুড়ে
ভিক্ষুকেরা নজর কাড়ে,
পৌনে ছটা বাজছে সবে
কোন ট্রেন আসে দেখতে হবে।


লোকাল ট্রেন ঝুট ঝামেলায়
আসবে আগে ভরসা নাই;
ভিড়ের মধ্যে মুখটি নিচু,আমার চোখে তবু তাকাক
এক পলকেই জড়িয়ে পড়া মনের টানে হই হতবাক!
আজ্ঞা করো, তর সহেনা বাড়ি যাবো
পেশাব করতে গেলেই বুঝি ট্রেন হারাবো!


বিকল নাকি ট্রেনের লাইন
ডাকছে যাত্রী দিচ্ছে ফাইন,
ফেরা হবেনা আজ বাড়িতে,ট্রেন নেই আর লোকাল
বাসে ফিরতে তিনশো টাকা,পকেটের দশা বেহাল।


ক্লান্ত একটা দেহের ছায়া তিমির ঠুকে
মুখটা নীচু,অছিলা নাই,কষ্ট বুকে
ফিরে আসে ভাড়ার বাসায় হাহাকারে
টাকার জন্য ঢাকা থাকে টাকা নাইরে!