সুখের প্রশ্রয় নেই
প্রস্তাবনা আসে ধোকার,
কষ্টের প্রাপ্তিই
জন্মগত অধিকার ।


সব অনিশ্চয়তায়;
ইচ্ছা,স্বপ্ন,শ্বাস,
সফলতা হতাশায়
জীবন্ত বেচে থাকা লাশ ।


ক্লান্ত পা দুমুঠো অন্ন
ফুটপাত বিছানা,
কে আমি মানব না বন্য
কি আমার ঠিকানা?


চোখ খুলতেই রেলপথ
মানুষ সব অচেনা,
আমার পরিচয়ে ভিনমত
কার গর্ভের জানিনা |


ডাষ্টবিনে ফেলেছে কি?
মেয়ে ছিলাম তাই,
কোন বাপের ছিলাম ঝি
বাচালো কে আমায়?


নয়তো আবার পাপের ফসল
ঢেকে ওদের লাজ,
বুঝাতে তাদের প্রেম আসল
করছে চুপে একাজ!


মা কি আমার পরপারে?
সৎমা এখন ঘরে?
অপয়া বলে সংসারে
ফেলে গেছে দূরে?


নেই পরিজন নেই ঘর
ধুলোর মত উড়ি,
আপন বলতে মারণ জ্বর
খেতে পারলেই ঘুরি।


রেলের তাও আশে জংশন
জায়গা পায় সেথায়,
পরিচয় নাই আবার স্বজন!
পাগলীর আবার ঠাই!


পাগলী বলে খুকু হাসে
কেউ ছুড়ে থুতু,
নিশি রাতে গার্ডরা আসে
খুজে নানান ছুতো ।


মুত্যূ ঠকে প্রতিবারে
পায়না আমায় ধরতে,
হাতপা দেখেও মানুষ মোরে
বলেছ কি কোন শর্তে?