এযে এক আজব জেলখানা
ক্যাম্পের ফেন্সিটাই আমার সীমানা ।

সকালে গেমস আর বিকেলে পিটি
রাতে আবার ছয়ঘন্টার নাইট ডিউটি ।

ডিউটিতে বসা যায় না
রাইফেল হাতে সহ্য করি মশার যন্ত্রনা ।

মধ্যবিত্ত না হলে সৈনিক হতাম না
চাকরি নামে সৈনিক জীবন ভীষণ যন্ত্রণা ।।

সিনিয়র অলওয়েজ রাইট তুমি কিছু না
মিথ্যা বললেও ইয়েস স্যার যাই হোক না ।

অফিসের শুরু আছে শেষ হয় না
এক মিনিট লেট করলে শত লাঞ্ছনা ।

রৌদ্রে পুড়ে যৌবন গেল টের পেলাম না
মাঝে মাঝেই চাকরি করার ইচ্ছা জাগে না ।

মধ্যবিত্ত না হলে সৈনিক হতাম না
চাকরি নামে সৈনিক জীবন ভীষণ যন্ত্রণা ।।

ভাই-বোন আর মা বাবাকে কতদিন দেখিনা
ছুটির আশায় দিন কেটে যায় ছুটি পাইনা ।

মসজিদে থাকি যদিও সুযোগ মিলে না
মুসল্লি সিজদা করে আমরা পারি না ।

হাসিমুখ দেখে বলো কিছুই করিনা
সরকারে বসে খাওয়ায় কাজ করায় না ?

যে টাকা ভাই বেতন মিলে ঘামের দামও না
সৈনিক ছাড়া এই কথাটা কেউ বুঝবে না ।

এই আমার আজব জেলখানা
চাকরি নামে সৈনিক জীবন ভীষণ যন্ত্রণা
মধ্যবিত্ত না হলে সৈনিক হতাম না ।