কবিতা হবে ইশতিহার
অস্ত্র হবে কলমের নিব ।
শোষণ, অন্যায়ে, দুর্নীতিবাজ শাসকের ভিত নড়াবে কলম।
হে কবি আমিও আছি , মৃত্যুকে তুচ্ছ করে যুগ যুগ ধরে বাঁচি ।


কলমে হবে বিশুদ্ধ সংগ্রাম
শোষিতের স্বপ্নের বাঁচার নাম
স্বৈরাচারের প্রতিবাদ হবে উত্থান,
লিখব নির্ভয়ে আসুক যেই প্রতিদান ।


সাম্প্রদায়িকতার নামে দাঙ্গা, বিদ্বেষ আনবে ধর্মের
স্বাধীনতা যদি হবে একদলীয় ,দেশ কি নয় তবে সকলের?


দাদার রক্তে আমার দেশ গোলামী কেন ভারতের
বাক স্বাধীনতা মৌলিক হলে দোষ কেন হবে লেখকের?


বিজয় কেন একার হবে , লাখো যদি শহীদ হয়
দুইলক্ষ মা-বোন তারা কি দেশের কেউই নয়?


নগ্ন থাকা স্বাধীনতা হলে, দাড়ি টুপির দোষ কিসে
মাদ্রাসা পড়লেই হয় রাজাকার, ইংরেজি পড়ি কোন দোষে?


দেশের জন্য লিখে কেন, শহীদ হতে হয়?
চেতনার কথা বলো কিসের? কিসের তবে বিজয়?


বিরোধী হলেই গুম কেন? নাটক কেন গনতন্ত্রের
রাজনীতি কেন পেশা হবে? মালিক হবে শত ফ্লাটের ।


হস্তক্ষেপ আইনে,পাল্টে কেন সংবিধান
মিথ্যা কেন শিশুর পড়ায়? ইতিহাসও পাল্টান ।


সাংবাদিকতা থাকলো কি? প্রেসে যদি হয় হস্তক্ষেপ
ইসলামী বই প্রবেশ নিষেধ, মুসলিম দেশ কি আক্ষেপ!


কমরেড কথা দিলাম সংগ্রাম হবে সংগ্রাম
শোষিতের বুকে এনে দেব স্বপ্নের লালিত খাম
কলম হবে অধিকার আদায়ের আদি প্রেরণার নাম ।