আয় দায় বাড়ায়
অনুপাতে মেশে ঘামে,
হাসিমুখ পয়সায়
দিনশেষ ক্লান্তির দামে।


যত আছে প্রাণ এ বসুধায়
শুধালে জানবে তুমি শেষে,
ঘাপটি মেরে খোঁজে উপায়
আসবে আয় ঘরে বসে ।


জীবনের মানেই কি শুধু আয়
মনের ফুরসৎ কই আসে পাশে!
জীবিকার জীবন শেষও টাকায়
হাতে টাকা তো জীবন হাসে !


জীবন কর্মময়
কাজ থেকেই আয়,
টাকারই জয়
পরিপূরক কিছু নাই ।


টাকা চাই খ্যাতি চাই
চাই ভালো বউ,
বাড়ি চাই,গাড়ি চাই
দিবা নাকি কেউ?