তুমি জনপ্রিয়তার শীর্ষে
প্রত্যেহ কত শীর তব কুর্নিশে,
ব্যতিব্যস্ত ফলোয়ার আশপাশে
অটোগ্রাফ ফটোগ্রাফের  লালসে ।


তোমার উচ্চতায় আমি বড্ড বেমানান
ব্যক্তিত্বে আভিজাত্যে তুমি মহিয়ান,
তোমার দুখে কাতর সহস্র প্রাণ
বসুধায় কার আছে এমন সুখ্যাতির উপাখ্যান?


বিনীত সুরে তবু আশায় ঠাঁই
তোমার মনোযোগ আকর্ষণের চেষ্টায়,
নিছক করি পাগলামি পড়ি দ্বিধায়
সেই তুমি কখনো কি ভেবেছ  আমায় ?


আমাকে দেওয়ার মতো একটু সময়
যতটুকুতে তিন শব্দের পুরো বাক্যের উচ্চারণ হয়,
আমি জানি অমৃলক প্রত্যাশা পূরণ হবার নয়
অমিমাংসিত হয়ে স্বপ্নেই গেঁথে রবে নিশ্চয় ।


বলো করেছি কি বেশি আবদার
প্রিয়জন হতে চাওয়া কি অনধিকার?
সম হলেই কি শুধু মূল্য দেবে  ইচ্ছার?
তুমি ই তো বলো সাম্যের কথা
ভালোবাসা নাকি সবার!