বলতে গিয়ে না বলা কথা
কাছে এসে শান্ত নীরবতা,
মিটমিট হেসে মুখে ঢাকে স্পষ্টতা
চোখের ভয় বুঝায় প্রেমের গভীরতা ।


স্বপ্নের ঘোরে, ভাবুক চেহারায়
জনপদেও তার ছবি যেন ডাকে ইশারায়,
কাছে ফেরার আকুতি ,ইস একটু যাই
মধুর চারপাশ ভাবনা তার ভালোবাসায় ।


বিষাদ কিংবা হাসিমুখর বেলা অবেলায়
সবকিছু তাকে বলে দিতে মন চায়,
দেখতে পাওয়ার লোভ আর প্রতীক্ষায়
ভালোবাসা এমনি বাড়ে হাজারো কল্পনায় ।


অকারণে জানতে চাওয়া কথাচ্ছলে রসিকতা
আড়াল হলেই বাড়ে কাছে পাওয়ার ব্যাকুলতা,
বুনন করে মনে অভিপ্রায় শত কথকতা
বৃষ্টিতে হাঁটবে কি? ধরবে উপরে ছাতা !


গোধূলি লগ্নে ব্যস্ত যখন পৃথিবী
আপন মনেই হয়ে উঠি কবি,
হৃদয়ের স্কেচ থেকে তোমার সব ছবি
ডাইরীর পাতায় লিখে সন্ধ্যা মূলতবি ।


ভালোবাসা তো এটায় পুরোটাই বিশ্বাস
আত্বত্যাগে ঘন হয় দুজনের নিঃশ্বাস,
কাছে পাওয়ার আকুলতায় কতবার উচ্ছাস
আত্বা দেহজুড়ে তারই শুধু বসবাস ।


বিছানা, পার্ক যা সচরাচর দেখা যায়
লেপ্টে আছে মিশে দুজন দুজনায়,
ভোগ করে  কামনার তাড়নায়
ভালোবাসার সংজ্ঞা কি এটাই?


ভালোবাসা তো বিচ্ছিন্ন যৌনতায়
বিয়ের প্রেষণে মগ্ন সে আকাঙ্ক্ষায়,
দেহভোগেই যে ভালোবাসা বুঝায়
পেয়ে গেলে আর কে থেকে যায়?
কর্পূরের মতো উবে যদি তাই!
গেলেই বা দোষ কোথায়?
না পাওয়ার কিছুই আর তো নাই !