যতই থাক চোখের জল
চশমার আড়ালে
বুঝতে পারেনা যা অন্য জন
কেন যে কাঁদি!


অভ্যন্তরীণ ঈর্ষায় চলে তল্লাশি
অভিযোগের সুরাহা পারিনি করতে
মৌনতায় ঝলসে যায় অনেক কথামালা
এগিয়ে যায় জীবনের সময় ।


স্বচ্ছ টিকটিকির চিৎকার
দেয়াল ঠেলে কানে আসে,
আন্দাজে ঢিল ছুড়ে
লেজ খসিয়ে দিলে তার ।


সুদীর্ঘ দিনের গল্প নয়
আমরা কেউ কাউকে চিনি না,
স্মৃতিও হয়তো নয় আমরণ
সূর্য উঠলেই ঘাসে জমা শিশিরের পতন ।


চিঠিতে ভরে উঠুক শেষ দিনটা
আমার বিচ্ছেদের ইতিহাসে,
কথা না হোক দেখা হলেও খুশি
ভালোবাসার শেষ কার্যদিবসে।