কোথাও কেউ নেই
বিরান বালুচর
পরাণের গহীন ভেতর ।


বৃষ্টি শেষে যেই
প্রকৃতি সুন্দর
চোখেরও কি সেই খবর?


আজ ভেবে নিজেকেই
ছেড়েছ এই ঘর
ভালোবাসা দিয়ে কবর ।


ভালোবেসেছি ভালোবাসি ভালোবাসবই
বেহায়া না হলে ভালোবাসলাম কই ?


আমার অজান্তেই
হয়ে গেছো কার
কখনো ছিলে কি আমার?


দোষবে আমাকেই
রেগে হবে পার
সন্দেহ এত তোমার?


হুট করেই
ফোন আসে যার
সে কথারো দিয়েছি ছাড় ।


ভালোবেসেছি ভালোবাসি ভালোবাসবই
বেহায়া না হলে ভালোবাসলাম কই ।


শুনেছি পেয়েছ তাকেই
হিসাব ছিল টাকার
চাকরিজীবী সে, আমি টিউশন মাষ্টার ।


নির্জনে কষ্ট নিয়েই
নির্ঘুম রাত করি পার
বুঝবেনা বেদনা তুমি ভালোবাসার ।


সেই তোমাকেই
এখনো ভাবি শুধু আমার
যদিও সীমান্তে দুর্গম কাঁটাতার ।


ভালোবেসেছি ভালোবাসি ভালোবাসবই
বেহায়া না হলে ভালোবাসলাম কই ।