কেন্দ্র থেকে কি বৃত্তের শুরু?
নাকি পরিধি থেকে?
জানিনা আমি।
ঠিক যেমন বুঝিনা
আমার থেকে কি তোমার শুরু?
নাকি তোমার থেকে আমার?
হৃদয়ের এক চিলতে জমিন
ছিল খালি পড়েই
অনাবাদি বহুদিন।
তুমি এলে যেন বর্গা নিতে
অধিকার থাকার কথা নয়
তাও জায়গা করে নিলে।
কতটুকু ব্যাস হলে
তোমায় ছোঁয়া যেত?
কতটুকু পথ চললে
পরিধি আঁকা হ'ত?
জানিনা আমি।
ঠিক যেমন বুঝিনা
কতগুলো পর্দা সরালে
তোমায় পেতাম,
অস্পষ্টতার অন্তরাল থেকে
মুক্ত; আসল তোমাকে।