কাটিয়ে দিয়েছি কত বৃষ্টিহীন শ্রাবণ
বর্ণহীন বসন্ত একাকী মনের অগোচরে,
ভেঙে যায় আমার শত স্বপন
যখন তুমি ঘুমন্ত তোমার সুখের নীড়ে।


বুঝে গেছি আমি তোমার প্রতিকণা
একটু ছুঁলেই ঘটবে বিস্ফোরণ,
তাই তো অপেক্ষায় প্রহর গুনি না
খুঁজে ফিরি রঙিন বসন্ত বৃষ্টিময় শ্রাবণ।


হয়তো তোমার বিশালতার মাঝে
ছিলাম অতি ক্ষুদ্র,
ভালবাসা পাইনি তাই
পেয়েছি ঝড় বৃষ্টি রৌদ্র।


বুঝে গেছি তুমি শত আলোকবর্ষ দূরে
আসবে না ফিরে কোন এক কাক ডাকা ভোরে,
সুপ্ত কামনা যদিও ধুঁকে ধুঁকে মরে
অপেক্ষায় প্রহর গুনি না তবু তাকায় না পিছু ফিরে।