চারিদিকে শুধু অভিনয় দেখি
অভিনয়ের ফাঁদে পড়ে প্রণয়ের ছবি আঁকি।


আঁধার করে আলোর অভিনয়
মন্দ করে ভালোর অভিনয়
ভণ্ড করে ধার্মিকের অভিনয়
মিথ্যা করে সত্যের অভিনয়।


সবসময় শুধু অভিনয়ের ফাঁদে পড়ি
অভিনয়ের ফাঁদে পড়ে আশার পাহাড় গড়ি।


শত্রু করে বন্ধুর অভিনয়
অপকারী করে উপকারীর অভিনয়
পরকীয়ায় লিপ্ত বউটি করে স্বামী-ভক্তির অভিনয়
মাংসে মাংসে ঘষাঘষি করে চলে প্রেমের অভিনয়।


সমাজের রন্ধ্রে রন্ধ্রে অভিনয়ের ছড়াছড়ি
অন্ধ সমাজ দেখে না
বয়রা সমাজ শুনে না
বোবা সমাজ কিছুই বলে না
অভিনয়ে ভরা নষ্ট সমাজে থাকতে পারছি না আর
আমি এক হতভাগা অভিনয়ের শিকার।