আমি জানি,
তোমার জিহ্বা চেপে ধরা হয়েছে
তুমি তাই ভাষাহীন
তোমার হাত বেঁধে ফেলা হয়েছে
কলমটি তাই পড়ে আছে যত্নহীন।


কিন্তু হে সত্যের পূজারী,
নষ্ট সমাজের নষ্ট বাস্তবতার কাছে
তুমি পরাজিত হতে পার না
ভেঙে ফেল সকল বাঁধ
তোমার জিহ্বা পরিণত হোক সত্যের আগ্নেয়গিরি
বের হোক সত্যের স্ফুলিঙ্গ
জ্বলে পুড়ে ছাই হয়ে যাক নষ্ট সমাজ।


হে সত্যের পূজারী,
তুলে নাও অযত্নে পড়ে থাকা কলমটি
গর্জে উঠুক তা আরেকবার
কেঁপে কেঁপে লুটিয়ে পড়ুক সব অমানবিক আইন
নষ্ট সমাজ হয়ে যাক ভেঙে চুরমার।


২৯।১১।২০১৪ ইং