ভুল ম্যাপ নিয়ে ভুল পথে ছুটে চলেছ গুপ্তধনের আশায়,
কল্পনায় ভাসো তুমি
সত্যকে বল অসহায়,
বুঝবে তুমি বুঝবে
জীবন তোমার বৃথা
ষোল আনাই।


তোমার সমুদ্রে দেখি
হানাহানি, খুনোখুনি, হিংসার জোয়ার,
যেখানে নিরবে হারিয়ে যায় অভিমানী মানবতা,
তোমার সবুজ অরণ্যে দেখি সবলের আধিপত্য,
যেখানে তাদের অট্টহাসিতে হারিয়ে যায় দূর্বলের বুকফাঁটা আর্তনাদ।


সত্যি বলতে-
তোমার জন্য কোন গুপ্তধন অপেক্ষা করে নেই,
ওসব মিথ্যা প্রতিশ্রুতি
কেঁড়ে নিয়েছে তোমার সব জ্যোতি,
নিমজ্জ্বিত করেছে অন্ধকারে,
তাই বিস্ফোরিত হও প্রশ্নের এটম বোমায়,
তোমার সব ভাবনা দগ্ধ কর প্রশ্নের তেজস্ক্রিয়তায়,
কোন পথে কোন মতেই
সবকিছু অনায়াসে মেনে নিও না।