সকালে উঠি
পর্ব ১ঃ
জীবন কত সুন্দর
শুধু, দৃষ্ট দিয়ে দেখতে হয়।
বাঁকে বাঁকে,
কত মধু তার।
তৃপ্তি সুখে নিতে হয়।
পাখি ডাকে - পাখি উড়ে
মুক্ত মনে।
কি যেন কি? কি কথা বলে?
খোলা আকাশ
মুক্ত স্বাধীন
কোন বনে যেতে বাধা নেই।।
সকাল সকাল উঠে সবাই,
কোন পাখিই
দুপুর অবধি ঘুমিয়ে নেই।
তাদের জীবন সুন্দর
তাদের জীবন মধু ময়।
আমি যদি উঠি ভাই!
আমারও -সারা দিন যাবে তাই।
প্রতিদিন- কার সময় গুলো
কত সুন্দর কত মধুময়।
শুধু সকাল সকাল যে উঠতে হয়।