কি অপরুপ তার সৃষ্টি।
মানুষ বন্ধি ইটপাথরে
নাই তো তাদের দৃষ্টি।
টাকার পিছে ছুটে বোকা
হারাম হালাল বুঝেনা।
মরার আগে নিশায় কাটে
জাহান্নাম হয় ঠিকানা।।
কি অপুর্ব সৃষ্টি দেখেও
তারে কেন চিনলেনা।
সৃষ্টি দেখে রবকে চিনলে
জান্নাতে পাবে বিছানা।
পাহাড় বন সবুজে ঘেরা
বইবে নিঝুম ঝর্ণা ধারা।
নদীর বুকে গেয়ে কলতান।।