এই পৃথিবী আমাকে দিয়ে সুন্দর হোক, কল্যাণকর হোক।
নিজেকে এমন কি কাজে আমি লাগাচ্ছি?
যেন আমি বলতে পারি!
এই পৃথিবীর জন্য, বিদায় বেলায়,
আমার অবদান টুকু ক্ষুদ্র হলেও এই।
আমি কি শুধু স্বার্থপরের মত!
অন্য অনেকের মতো!
নিজে খাই খাই!
পাই পাই!
চাই আরো চাই
এই করে মরবো?
এই কি আমার লক্ষ্য?
কি ত্যাগ এমন আমি করছি?
মহান আল্লাহর আমার প্রতি দয়া ও নেয়ামতের কৃতজ্ঞতা হয়।
এমন কোনো জীবনসঙ্গী
কামনা আমার হোক
চক্ষুর দৃষ্টিতে
তোমাদের কাছে হয়তো মন্দ বা আমার কাছেও

সে আমায় নিক
তার অনাহারীদের খাদ্যের বন্দোবস্তে।
আশ্রয়হীন দের আশ্রয় যোগাতে।
যে আমায় শিক্ষাতে পারে,
  এমন দুটি কথা,
যা শুনে মুগ্ধ হবে অনেকে।
নিজে না খেয়ে,
আমার খাবার অভাবিদের দিয়ে,
আমায় ভূলাবে মির্থ্যা বলে।
বেশ খেয়েছি।
গোপনে দান  করে দিবে তার শখের হার।
আমায় ভূলাবে মিথ্যা বলে।
এই হারিয়ে গেছে!
প্রিয়তার এই যে মিথ্যা গুলো,
মেনে নিব সত্য বলে।
পঞ্চাশ বছর এক সাথে থেকেও,
যে না থাকলে, মনে হবে -ছটফট করছে হৃদয়ে। যার চলার শব্দ টা আমার এমন চেনা
আর ভালো লাগে।
কোন বিশ্ব সুন্দরী ও আটকাতে পারেনা
আমার চোখকে কান কে!
যে নিতে নয়, জানে  শুধু দিতে!
এই পৃথিবী আমাদের দিয়ে সুন্দর হোক।
কল্যাণকর হোক।
স্বামী ও স্ত্রী এর সম্পর্কগুলো
ভরে উঠুক বিশ্বাসে-বন্ধুত্বে ।
ফুটে উঠুক ফুল,
সে সকল বাগানে।
পৃথিবী সুন্দর হোক সুভাসে।।