রাত শুরু হয় -সন্ধ্যা হতে।
তখন এত গভীর নয়।
যত সময় যায় -
সে তত গভীর হয়।
-শুন সান চুপচাপ
নীরবতা আসে গভীরে।
সব নীরবতা গুলো-গম্ভির ময়।
পাতলা জল করে
চলচল।
নীরবে বয়ে যায় -গভীর জল।
আবেগের ভালোবাসায়
কত তাড়াহুড়ো।
প্রকৃত ভালোবাসা গুলো এমন নয়।
যে কথা মালা ভাবায়
তা নীরবে অল্প কয়।
অহেতুক বকুনি বড্ড বেশি হয়।
মানুষের বাচ্চা গুলো কত দুষ্ট
বৃদ্ধ গুলো বয়সের ভাড়ে
নীরব হয়।
গভীরতার সাথে নীরবতা
বড্ড বেশি চন্দময়।