কিছু, ভালোবাসা হয় অতি গোপনে।
বুঝা যায়, বুকের চাপে।
যার হয়, শুধু সে জানে!
যে ভালবেসেছে,
কখনো বা, এমন হয়
জানে না, যাকে ভালবেসেছে সে!
কত রূপ! কত রঙ্গে !
কত ছন্দ! এই অভিনয়ে!
ভালোবাসা,
আসে, আবার যায়!
প্রতিটি মানুষের,
জীবনের ছোট্ট এক মনের কোণে।
থাকে শুধু অনুভব,
কখনো, শুধু ভাবনা চুপচাপ।
কখনো বা, তীব্র চিৎকারে।।
কত জীবন যে, বিদায় জানিয়েছে
ভালোবাসার পরাজয়ে।
কত মানুষ, পাগল হয়ে ঘুরেছে,
মরীচিকা ধরার খোঁজে।
ভালোবাসা,
পেয়েছে যে ক'জন,
অল্পতেই কাটলো,তাদের ভালোবাসার বেলা।
তাইতো তারা, করে গেছে শুধু অবহেলা। ভালোবাসা
চুপচাপ
এই হৃদয়ে, বেঁচে থাক।
চাইনা তাকে, অবহেলায় হারাতে।।