নিত্য নতুন নৃত্য দেখি
অতি নিত্য দিনে,
নৃত্যে নদী, নৃত্যে ধরা
চলছে আপন মনে।


নৃত্যে সদা ওঠে রবি
পূব আকাশে হেসে,
আম্র ফুলে নৃত্য তোলে
ভোমরা-মাছির দলে ।


নৃত্য তোলে পাখ -পাখালি
গাছের ডালে ডালে,
মাঠের ফসল নৃত্য করে
মাতাল সমীরণে ।


নিত্য সদা বায়ুবয়
নানান ফুল ফোটে,
ছন্দ তুলে কৃষাণী তার
কৃষাণ পানে ছোটে ।


নৃত্যে পাগল কাজী নজরুল
আর নৃত্যে জীবনানন্দ,
সুরের নৃত্যে বাজায় রাখাল
আপন বীণের ছন্দ ।


হাজার নৃত্যের জীবন মোদের
হাজার রঙ্গে   মত্ত
নগ্ন-নৃত্যে জন্মে জীবন
নগ্নতায় -তার সমাপ্ত  ।।