করোনাতে কেড়ে নিল
                   স্বজন-প্রীতি ভবে
চাইবে ভেবে টাকা-পয়সা
                    দুরে থাকে সবে।
দুর্দিনে-তে থাকবে যারা
                    আমার আশেপাশে!!
নিজেদের আজ গুটিয়ে নিয়েছে
                     কাছিমের খোলসে ।
কোরমা-পোলাও, জদ্দা -ফিন্নি
                     সকাল-সন্ধা খায়।
না খেয়ে কেউ মরলো-বাচঁলো
                     কিবা -আসে যায়।
দুদিন পরে ছিড়বো যে ফুল
                     পাবারই আশায়
সেই ফুল এখন ভরে গেছে
                     হাজারো কাটায় ।
কষা-ঘাতে এই জীবনে
                    শিখলাম আমি বহু
মৃত্যুর আগে মানুষ চেনাও
                   এই কামনা প্রভূ ।