তোমার মায়াবী চোখের চাউনি , আমার তারার প্রতিবিম্বে বিস্ফারিত হচ্ছে প্রতিদিন ।
বিগত রাত্রে, যখন নজর পরেছে চন্দ্রের পানে
অবাক হয়নি। যে চন্দ্রের বলয় আঁকড়ে রাখে
তার বদন খানি , যার লাজুক হাসি ফুটে ওঠে
পলাশ ফুলে । সেই ফুলের রুপ দেখেছি, গন্ধ খুঁজিনি । সেই ফুলে নাইবা থাকুক গন্ধ , নাইবা
থাকুক বেড়ে ওঠার আশা । নাইবা হোক সে সহজ- সরল , নাইবা হোক শেষ ভরসা।
সে কি জগতের একমাত্র আলো ?
না কি প্রভাতের ভৈরবী ?
তোমার প্রেমের গল্প লিখতে , আজ ব্যস্ত কবি ।।