আজ আর কালো মেঘ দেখে প্রেম জাগে না ।
জাগে চিন্তা , বিষাদ ভরা বাস্তবতার মাঝে ঘন কালো আস্তরন ,
যা স্বর্গের রং কেও বে-রঙিন করতে পারে।
শুধু রং-কেই নই...পারে সমস্ত জীবনটাকেও ।
যার সামান্য স্পর্শ, কেরে নিতে পারে সমগ্র জীবন ;
যার সামান্য ভয়ে , মানুষ মুছে ফেলে জীবনের সকল আনন্দ ।
তুমি মৃত্যু হে প্রভু , তোমায় শ্রদ্ধা করি আমি
তুমি মৃত্যু হয়ে আসবে তো এসো,
মরন রোগ হয়ে এসোনা কভু।
ইতি তোমার প্রানের শুভাকাঙ্ক্ষী
নাম আমার মধ্যবিত্ত ।।