বছর
যদি মানুষ বদলে যায়
তাহলে বছরের কি দোষ ?
বছরতো মানুষের মতো নয়
যে বাড়ে বাড়ে রং বদলায়।
যে বছর আনে ,গ্রীষ্মের প্রবল তাপ
সেইতো আনে আবার বসন্তের বিলাপ ;
যে বছর আনে, শীতের স্তব্ধতা
ফিরিয়ে তো বছরই আনে ,সেই প্রেমিকতা ।
বছরই তো আনে বর্ষার বেদনা
সেই তো আনে আবার হেমন্তে দূর্গার বন্দনা
যে বছরে পায় ঘনিভূত কূয়াশা
কানে এসে বছরই তো বলে
ছাড়িস না, বেঁচে থাকার আশা ;
ছাড়িস না ,এই পৃথিবীতে আসা ।