বন্ধু আমার র‌্যাম্প মডেল,
আছে তার প্রতিভা অঢেল।

সকাল গড়িয়ে বিকেল,
করে শুধু রিহার্সেল।

বিচিত্র সব পোশাক-আশাক,
পড়ে এখন হর-হামেশ।

সামনে আছে কম্পিটিশন,
দেখাবে সে সুপার-ফ্যাশন।

ছড়াবে তার নাম ডাক,
করে শুধু ক্যাট ওয়াক।

হবে সবার রোল মডেল,
বন্ধু এখন র‌্যাম্প মডেল।