মনে আছে প্রেয়সী,
তুমি যখন আমার হাত ধরে হাঁটতে অদূর কোলাহলের বাহিরে।


যেখানে,
নাগরিক জীবন ব্যাহত ছিল আমাদের উন্মাদ ভালোবাসার নেশার মায়ায়।
তুমি হাত ধরে রাখতে রাখতে
আমাদের দু'হাতের তালু ভিজে আসতো শরীরি উষ্ণতায়।
তুমি হাত সরাতে চাইতে কিন্তু আমি যে তোমায় ছাড়ার জন্য প্রস্তত ছিলাম না।
তা হোক না কেন এই হাত ছাড়ায়। তুমি আমার কাছে কিছুই চাইতেনা,
বলতে, "যা দরকার সব আছে, শুধু ভালোবেসে যেতে থাকো এভাবে। "
ভালোবেসেই তো যাচ্ছিলাম, একদিন, এক ঘন্টা, এক মিনিট, এক সেকেন্ড, এক মূহুর্তের জন্যেও তো কমেনি কখনো৷
বরং বেড়েছে, খুব বেড়েছিল, এতো বেড়েছিল যে নিজের অস্তিত্ব, নিজের আপন সত্ত্বাও তোমার সাথে মিলে একাকার হয়ে যাচ্ছিল বারকেবার।
এতো ভালোবাসা যে মানা, আইন নেই তা জানা ছিল না এ আমার।


ঠিকই আইনের বিচারে ট্রাইবুনাল বসালে আমার বিপরীতে।
যাবজ্জীবন একলা করে ছেড়ে গেলে।
আমি তো সাধারণ মানুষ, কোনো সুপারিশ করা হয়নি তাই আর।
উপায় ছিল না তা কিন্তু না!  
নিজের সত্ত্বাই যার হারিয়ে গেছে তার উপায় খুঁজে কি লাভ!