আমি কি এখনও ঐ অন্ধগলির
বেড়াল গুলোর দিকে তাকিয়ে থাকবো?
যতক্ষণ না তাদের গলায় কাঁটা বিধুক।
ত্রখন তো ওরাই আমায় আলিঙ্গন দেয়
আমি রোজ ভাত মেখে দিই,
মেউ ভুলে আমায় মা বলে ডাকে।
রাস্তায় রোজ ওরা কাটাকুটি খেলে মানুষের সাথে!
যেমন তুই গোঁ ধরতিস খেলবি বলে।
রোজ আমার স্নেহের মৃত্যু হয়,
আবার জন্ম হয়।
রোজ নিজেকে একটু একটু করে ডিঙিয়ে
হেঁটে যাই অবিনশ্বর ঐ টেলিফোনের দিকে;
যার সারা শরীর জুড়ে দীর্ঘশ্বাসের কটুগন্ধ।
একবার পারলে বাজি ধরিস বেড়ালগুলোর সাথে
যার নখ যত ধারালো,
রক্তক্ষরণ যত বেশী,
উদরে জুটবে তত বেশী কাঁটা।