তখন।
স্বপ্নগন্ধা বুনেছে, আমি না।
এ সম্পর্কের বীজ।
সে নদী , কিংবা এক জরায়ু সমুদ্রগভীর !
না।
আমি শুয়েছি, স্বপ্নগন্ধার সাথে
মাকড়সার বিস্তৃত জালে।


সোনার ফসল ছুঁয়ে রয়েছে,
কাঠবেড়ালির মতো নরম শরীর।
মেখেছি নীল রোদ, আল পথ জুড়ে নগ্ন পদচিহ্ন।


এখন।
নির্ঘুমতায় বিদ্ধ আমি সিরাজ
জাফরের ঠোঁটের আলপিনে  ।


গিরগিটির বাসায় বসে স্বপ্নগন্ধা,
ক্লোরোফিল হাতে।
মেতেছে রঙ বেরঙের খেলায়,
অন্য এক বসন্তে।
আগুনে আত্মঘাতী,
আমি ও পরিযায়ী প্রেম।