দেয়ালে দেয়ালে রুনি পরে গেছে।
পুরো রুমের চারপাশের, কি যে হাল!
একটি মাত্র বাল্ব এই স্বাধীন রুমে।
তাতে পরলো যে পোঁকাদের আকাল।
শুয়ে আছি আমি বড় আলসেমিতে।
বুঝতে পারছি না, পোঁকাদের কি চাল!
ধিরে ধিরে, আলো গেল কালো হয়ে।
বাল্বে পোঁকারা বেধেছে কোনো জাল।
উঠে বসি আমি খুব তাড়াহুড়ো করে।
ততক্ষনে বাল্বের হলো গমন পরকাল।
আমি শুধু আছি চেয়ে স্বাধীন রাতে।
চারিদিকে শুধু আধার,আধার,আধার।
এমন ভাবেই যে থাকতে হবে বেঁচে।
কি জানি, কখন যে ভেঙ্গে পরে দেয়াল!