বন্ধ ঘরে কলম ধরেছি
অদেখা সূর্যের হাসি!
অনুভূতি আসেনা মেঘের গর্জনে
আজ বরং নিজের জন্যই সাজি।


কান পেতেছি রূপবতীর নুপুরে
মন রেখেছি লেখায়!
রেশ এখন চায়ের চুমুকে
কাজল রাঙা চোখ দেখতে চায়।


আকাশের ঐ তারা'ই জানে
সে বাসর ছিল মিথ্যাময়!
তবুও ছাড়িনি আগলে রেখেছি
অস্মিতা সংকটে সংশয়।


মস্তিষ্ক আজ বিকৃত করে
ভিন্ন আভিজাত্যে ডুবিয়েছ!
অযত্নে দেহ পুড়ছে দেখো
সমাহিতের দিন গুনছো?


নিমিষেই তখন উষ্ণতা পেতাম
তোমার একটু ছোঁয়ায়!
আজ কামনা আমার বন্ধ ঘরে
তুমিহীনা যেন দম যায়।